আল আমিন হাওলাদার ||
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সব সময় দেশের আলেম ওলামাদের ঢাল হিসেবে কাজ করে গেছে, কখনোই আলেম উলামাদের খাটো হতে দেয়নি। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন, কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল। তিনি আরো বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি সৃষ্টি করেছিলেন, আর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দলকে পত্রপল্লবে সাজিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে রেখে গেছেন। তিনিও সেই আদর্শ ধারণ করে দেশ পরিচালনার মাধ্যমে সাধারণ মানুষের ভালবাসার প্রতিদান দেবেন। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের ঝানজাইল উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত দোয়া মাহফিলে এসব কথা বলেন। ব্যারিস্টার কায়সার কামাল বলেন, বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী ছিলেন না, তিনি বাংলাদেশের মাটি ও মানুষের নেত্রী হয়ে উঠেছিলেন। উনার আত্মার মাগফিরাত কামনায় সারা দেশেই সাতদিন ধরে একযোগে চলছে দোয়া মাহফিল। এতেই প্রমানিত হয়, বেগম খালেদা জিয়া কেমন মানুষ ছিলেন। দোয়া মাহফিলে দল-মত নির্বিশেষে সাধারণ মানুষের ঢল নেমেছে। দোয়া মাহফিলে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি জহিরুল আলম ভুইয়া, সহ:সভাপতি এম রফিকুর ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, বিএনপি নেতা অধ্যক্ষ শহীদুল্লাহ্ খান, জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব খালীদ সাইফুল্লাহ মুন্না, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক এস এম কাইয়ুম, সদস্যসচিব ইউসুফ খান, কাকৈরগড়া ইউনিয়ন বিএনপির সভাপতি নিশাত ভূঁইয়া, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, যুবদলের সভাপতি মাহফুজ, সাধারণ সম্পাদক পিন্টুসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন ঝাঞ্জাইল মাদরাসার মোহতামিম আল্লামা জিয়া উদ্দিন সাহেব।