লিটন শিকদার ||
কালিয়ায় বিনামূল্যে ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিতমোঃ লিটন শিকদারবিশেষ প্রতিনিধি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উদ্যোগে জনগণের দোরগোড়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে নড়াইলের কালিয়া উপজেলায় একটি ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, কালিয়া-এর আয়োজনে সোমবার (৫ জানুয়ারি ২০২৫) মূলশ্রী এলাকায় এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পটি পরিচালনা করেন ভেটেরিনারি সার্জন ডা. তীর্থ সরকার।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পহরডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মল্লিক মাহমুদুল ইসলাম। তিনি এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও প্রাণিসম্পদ খাতে এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।এ মেডিকেল ক্যাম্পের সংবাদ গণমাধ্যমে প্রচার ও সার্বিক সহযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন স্থানীয় গণমাধ্যমকর্মী মো. মনিরুজ্জামান চৌধুরী, মো: লিটন সিকদার, মোল্লা রাসেল ও মো. তরিকুল ইসলামসহ আরও অনেকে।ক্যাম্পের মাধ্যমে এলাকার খামারি ও সাধারণ মানুষ বিনামূল্যে পশু চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ সেবা গ্রহণ করেন। ক্যাম্পে সেবা পেয়ে আনন্দিত সকলে আরো জানান যে এমন সেবা ব্যবস্থা সাপ্তাহিক বা মাসে ১ দিন অব্যাহত থাকলে উপকৃত হবে এলাকা বাসী। মেডিকেল ক্যাম্পটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ডা. মো. মমিন উদ্দিন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, কালিয়া, নড়াইল।০১৭১৬-৮০২২৩০