প্রকাশের তারিখ : ০৪ জানুয়ারি ২০২৬
ষড়যন্ত্রমূলক মামলায় সাংবাদিক মাহফুজ আলী কাদেরীর গ্রেফতার: পাবনায় মানববন্ধন
মোঃ মনিরুজ্জামান মুন্না ||
দৈনিক পাবনার আলো পত্রিকার সম্পাদক ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক মাহফুজ আলী কাদেরীর বিরুদ্ধে দায়ের করা কথিত ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার ও তাঁর নিঃশর্ত মুক্তির দাবিতে পাবনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ‘পাবনার সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেওয়া হয়।বক্তারা জানান, গত ২৯ ডিসেম্বর রাতে নিজ বাড়ি থেকে ডিবি পুলিশ তাঁকে আটক করে এবং পরে একটি হাঙ্গামা মামলায় গ্রেফতার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়। তাঁরা অভিযোগ করেন, ব্যক্তিগত বিদ্বেষ থেকে একটি কুচক্রী মহল তাঁকে রাজনৈতিকভাবে জড়িত দেখিয়ে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে।মানববন্ধনে সাংবাদিক, সমাজসেবক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। বক্তারা এই গ্রেফতারকে মতপ্রকাশের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ বলে আখ্যা দিয়ে অবিলম্বে মাহফুজ আলী কাদেরীর মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি জানান।
কপিরাইট © ২০২৬ ওপেন নিউজ ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত