প্রকাশের তারিখ : ০৪ জানুয়ারি ২০২৬
প্রথম মৃত্যুবার্ষিকীতে কান্নায় ভেঙে পড়েন সাংবাদিক লিটন শিকদার নানীকে স্মরণ করে
নিজস্ব সংবাদদাতা ||
প্রথম মৃত্যুবার্ষিকীতে কান্নায় ভেঙে পড়েন সাংবাদিক লিটন শিকদার নানীকে স্মরণ করেনিজস্ব প্রতিবেদক :সাংবাদিক লিটন শিকদারের নানীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। শুক্রবার দিনব্যাপী এ ধর্মীয় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার চুনখোলা ইউনিয়নের শাসন গ্রামে। এ উপলক্ষে এলাকার মুসল্লি ও আগত অতিথিদের মাঝে খাবার সুষ্ঠুভাবে বিতরণ করা হয়।পারিবারিক সূত্রে জানা যায়, সাংবাদিক লিটন শিকদার ছোটবেলা থেকেই নানীর স্নেহ ও আদরে মানুষ হয়েছেন। মা–বাবার পর মায়ের মতো করেই লালন-পালন করেছেন এই নানী। নানীর আদর্শ, নিঃস্বার্থ ভালোবাসা ও নৈতিক শিক্ষায় গড়ে ওঠা শৈশবের স্মৃতি স্মরণ করে এ দিন তিনি গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় নানীকে স্মরণ করেন।দোয়া মাহফিলে মরহুমার রুহের মাগফিরাত কামনা করা হয় এবং দেশ ও জাতির শান্তি ও কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আত্মীয়স্বজন ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানীতে অনুষ্ঠানটি সুন্দর সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।
কপিরাইট © ২০২৬ ওপেন নিউজ ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত