মামুন হোসেন ||
‘সত্য ও শোষিতের পক্ষে’—এই স্লোগানকে সামনে রেখে গাজীপুর সাংবাদিক পরিষদ এক বছর পূর্ণ করে দ্বিতীয় বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে সংগঠনটির বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।বৃহস্পতিবার (১ জানুয়ারি ২০২৬) সন্ধ্যায় গাজীপুর সদর উপজেলার হোতাপাড়ায় গাজীপুর সাংবাদিক পরিষদের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।সংগঠনের সভাপতি মো. মোজাহিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মেহেদী হাসান সবুজের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের উপসচিব ড. সেলিম রেজা। এছাড়া বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও সমাজসেবক সেলিম ভুঁইয়া এবং প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা কবি, সাহিত্যিক ও সাংবাদিক শাহান সাহাবুদ্দিন।ড. সেলিম রেজা তাঁর বক্তব্যে বলেন, সাংবাদিকতা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সময়ের সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে নিয়মিত প্রশিক্ষণের বিকল্প নেই। তিনি সাংবাদিকদের জন্য হাতে-কলমে প্রশিক্ষণ আয়োজনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন এবং এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পরিবেশবিদ ও সাংবাদিক সাঈদ চৌধুরী, সাংবাদিক মিঠুন সিদ্দিকী, এস এম জহিরুল ইসলাম, হাবীবুর রহমান, আলমগীর ইসলাম, ইব্রাহিম সরকার, শেখ ফরিদসহ গাজীপুর সাংবাদিক পরিষদের অন্যান্য সদস্যরা।বক্তারা সংগঠনটির এক বছরের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং আগামীতেও গাজীপুর সাংবাদিক পরিষদ পেশাদার সাংবাদিকতা, সত্য প্রকাশ ও নির্যাতিত মানুষের পক্ষে সাহসী ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।আলোচনা সভা শেষে কেক কাটার মাধ্যমে বর্ষপূর্তি উদযাপন করা হয়। অনুষ্ঠানের শেষ পর্বে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও শরীফ উসমান হাদীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয় এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।