মাহিদুল ইসলাম হিমেল, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি ||
নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার মাইজদী বাজার বিএনপি পরিবারের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় খতমে কোরআন ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।আজ বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে আয়োজিত এ ধর্মীয় অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইফতেখার হোসেন স্বপন, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপি, হাতিয়া। এছাড়াও বিএনপি, যুবদল, ছাত্রদলসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকার সর্বস্তরের সাধারণ মানুষ এতে অংশগ্রহণ করেন।ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র কোরআন খতম শেষে বিশেষ মোনাজাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দোয়া করা হয়।অনুষ্ঠানে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্র ও জাতীয়তাবাদী রাজনীতির এক অবিস্মরণীয় নেতৃত্ব। তার রাজনৈতিক সংগ্রাম ও ত্যাগ দেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। এই দোয়া অনুষ্ঠান তার প্রতি দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের গভীর শ্রদ্ধা ও ভালোবাসার বহিঃপ্রকাশ।উল্লেখ্য, বেগম খালেদা জিয়া বাংলাদেশের একজন প্রখ্যাত ও প্রভাবশালী রাজনৈতিক নেত্রী। তার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দীর্ঘদিন ধরে দেশের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে।