প্রকাশের তারিখ : ২৯ ডিসেম্বর ২০২৫
ফুলবাড়ীতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়
তুষার চন্দ্র রায় ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি ||
দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার ২৪ ডিসেম্বর সকাল সাড়ে ১১ টায় ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার আহমেদ হাসান এর সভাপতিত্বে এই আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।সভায় উপজেলা নির্বাহী অফিসার আহমেদ হাসান উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে এবং বিভিন্ন সিদ্ধান্তে উপস্থিত নেতৃবৃন্দের কথা শোনেন এবং আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সার্বিক দিক নির্দেশনা প্রদান করেন।এ সময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী সহকারী কমিশনার ভূমি মোঃ সামিউল ইসলাম ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ আব্দুল লতিফ মাধ্যমিক শিক্ষা অফিসার নুর আলম কৃষি অফিসার সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন আনসার ভিডিপি কর্মকর্তা রিতা মন্ডল ফুলবাড়ী পৌর যুবদলের সদস্য সচিব মানিক মন্ডল বেতদিঘি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান খয়ের বাড়ী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শামিম হোসাইনসহ উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণসহ গণ্যমান্য ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
কপিরাইট © ২০২৫ ওপেন নিউজ ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত