প্রকাশের তারিখ : ২৯ ডিসেম্বর ২০২৫
কলাপাড়ায় গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
MD Mehedi Mridha ||
কলাপাড়ায় মেঘলা আক্তার (২২) নামের এক গৃহবধূর গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত মেঘলা আত্মহত্যা করেছেন বলে স্থানীয় লোকজন ধারণা করছেন। মেঘলার স্বামীর নাম মোহাম্মদ আলী। তার বাবার নাম সেলিম মিয়া । নিহতের আড়াই বছরের একটি শিশুকন্যা রয়েছে।সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর আনুমানিক ২টার দিকে কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর গ্রামে মেঘলার বাবার বাড়িতে এ ঘটনা ঘটে।জানা গেছে , ঘটনার দিন সকালবেলা স্বামীর সঙ্গে মেঘলার ঝগড়া হয়, দুপুরের পরে কোনো এক সময় ঘরের ভেতরে মেঘলাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় স্বজনরা।তারা ডাক- চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।কলাপাড়া থানার এসআই মোঃ হামিদুল হক খান জানান, হাসপাতালে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্ত রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে।
কপিরাইট © ২০২৫ ওপেন নিউজ ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত