মোঃ মনিরুজ্জামান মুন্না ||
প্রতি অর্থবছরে বাংলাদেশ ব্যাংক ও কৃষি-পল্লী ঋণ নীতিমালা বাস্তবায়নের লক্ষ্যে আইএফআইসি ব্যাংক সুজানগর উপশাখায় ২০২৪-২০২৫ অর্থবছরে কৃষি ও পল্লী ঋণ বিতরণ কর্মসূচি ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুজানগর থানার অফিসার ইনচার্জ মোঃ ফইম উদ্দিন, সুজানগর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আলমগীর হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আসাদুজ্জামান, সুজানগর ইউসিসি সভাপতি মোঃ ইয়াকুব আলী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মান্নান হোসেন প্রমুখ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আইএফআইসি ব্যাংকের শাখা ব্যবস্থাপক এ.কে.এম কামরুল হাসান। এছাড়া আইএফআইসি ব্যাংকের পাবনা ব্রাঞ্চ ও সুজানগর উপশাখার কর্মকর্তাবৃন্দ আল ফারাবী মাহমুদ ইফাত, জামিল আহমেদ, মির মুহারমিন হাসান তাকিম ও এবিএম ফারিব রহমান উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে ১৯ জন কৃষককে প্রকাশ্যে কৃষি ঋণ প্রদান করা হয়। অফিসার ইনচার্জ মোঃ ফইম উদ্দিন বলেন, “এই ঋণ আমাদের সরকারী সম্পদ, এটি রক্ষা করা আমাদের কর্তব্য। এই ঋণ কৃষিক্ষেত্রে যুগোপযোগীভাবে ব্যবহার করতে হবে এবং নির্দিষ্ট সময়ে পরিশোধ করতে হবে।”শাখা ব্যবস্থাপক এ.কে.এম কামরুল হাসান বলেন, “কৃষি ক্ষেত্রে অগ্রগতির জন্য এই ঋণের বিকল্প নেই। এই ঋণ সঠিকভাবে ব্যবহার করে কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন এবং দেশের অগ্রগতিতেও অবদান রাখবেন।”