মো:আমিনুল ইসলাম ||
কাউনিয়ায় জরিমানার পরও থামেনি ফসলি জমির মাটি কাটার উৎসবপ্রশাসনের নীরবতায় জনমনে প্রশ্নকাউনিয়া উপজেলায় ফসলি জমির মাটি কাটার দায়ে জরিমানা আরোপের পরও অবৈধ মাটি কাটা ও বিক্রির কার্যক্রম বন্ধ হয়নি। বরং আগের মতোই চলছে ফসলি জমির মাটি কেটে বিক্রির মহাউৎসব। এতে করে প্রশাসনের ভূমিকা নিয়ে জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।গতকাল উপজেলার একটি এলাকায় ফসলি জমির মাটি কাটার অভিযোগে জমির মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। কিন্তু জরিমানার কয়েক ঘণ্টা না পেরোতেই আবারও শুরু হয় একই কার্যক্রম। সরজমিনে দেখা যায়, উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ব্যবহার করে প্রশাসনের সামনে দিয়েই অবৈধভাবে মাটি বোঝাই ট্রাক ও ডাম্পার নির্বিঘ্নে চলাচল করছে।স্থানীয় কৃষক ও এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মাটি খেকো চক্র ফসলি জমি কেটে মাটি বিভিন্ন ইটভাটা ও নির্মাণস্থলে বিক্রি করছে। একাধিকবার অভিযান ও জরিমানা হলেও এসব চক্রের কার্যক্রম থামছে না।নাম প্রকাশে অনিচ্ছুক এক কৃষক বলেন, জরিমানা হয় ঠিকই, কিন্তু দু,একদিন পর আবার সব আগের মতো চলে। তাহলে এই অভিযানের লাভ কী?এমন পরিস্থিতিতে জনমনে প্রশ্ন উঠেছে, তাহলে কি প্রশাসনকে ‘ম্যানেজ’ করেই এই অবৈধ মাটি সিন্ডিকেট তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে? নাকি অভিযানগুলো কেবল লোক দেখানো?এ বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে কৃষিজমি ধ্বংসের পাশাপাশি সড়ক অবকাঠামো ও পরিবেশ মারাত্মক ঝুঁকির মুখে পড়বে বলে মনে করছেন সচেতন মহল। তারা নিয়মিত অভিযান, জড়িত চক্র চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।