মো:আমিনুল ইসলাম ||
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:রংপুরের কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের গ্রাম গেদ্দ বালাপাড়া এলাকায় ফসলি জমির মাটি কেটে বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।অভিযোগ রয়েছে, ফসলি জমির মালিক আহমেদ আলী সরকারি পাকা রাস্তা কেটে ট্রাকের মাধ্যমে মাটি অপসারণ করে বিভিন্ন ইটভাটা ও অন্যান্য স্থানে বিক্রি করছিলেন। এতে একদিকে আবাদি ফসলি জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে সরকারি পাকা রাস্তার মারাত্মক ক্ষতি হচ্ছে।এমন অভিযোগের ভিত্তিতে সহকারী ভূমি নির্বাহী ম্যাজিস্ট্রেট (এসিল্যান্ড) অংকন পাল ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। অভিযানে ফসলি জমির মাটি কাটার দায়ে জমির মালিক আহমেদ আলীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।এ সময় এসিল্যান্ড অংকন পাল বলেন, ফসলি জমির মাটি কাটা ও বিক্রি সম্পূর্ণ অবৈধ। এতে কৃষি, পরিবেশ ও অবকাঠামোর মারাত্মক ক্ষতি হয়।তিনি আরও জানান, এ ধরনের অবৈধ কর্মকাণ্ড বন্ধে এ অভিযান অব্যাহত থাকবে।স্থানীয়রা প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটা ও বিক্রি স্থায়ীভাবে বন্ধের দাবি জানান।