প্রকাশের তারিখ : ১৯ ডিসেম্বর ২০২৫
কাজিপুরের চরাঞ্চলে উন্নয়ন প্রকল্প পরিদর্শনে ইউএনও, গুণগত মান নিশ্চিতের নির্দেশনা
জলিলুর রহমান জনি ||
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুস্তাফিজুর রহমান চরাঞ্চলের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প সরেজমিনে পরিদর্শন করেছেন। সম্প্রতি তিনি মুনসুরনগর ইউনিয়নের নাটুয়াপাড়া চর এলাকায় পিআইও দপ্তরের আওতায় বাস্তবায়িত টিআর ও কাবিটা প্রকল্প এবং উপজেলা এলজিইডি দপ্তরের মাধ্যমে বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন।পরিদর্শনকালে প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজ এবং চর ডিজাইনের প্রাথমিক বিদ্যালয়ে চলমান শিক্ষা কার্যক্রমের অগ্রগতি ঘুরে দেখেন ইউএনও। তিনি সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা এবং ঠিকাদারদের সঙ্গে মতবিনিময় করেন।এ সময় ইউএনও মো. মুস্তাফিজুর রহমান সকল দপ্তরের প্রকল্প সংশ্লিষ্ট ঠিকাদারদের উদ্দেশ্যে কঠোর নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের সময় অবশ্যই দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীর উপস্থিতি নিশ্চিত করতে হবে। পাশাপাশি অনুমোদিত এস্টিমেট ও নকশা অনুযায়ী কাজ সম্পন্ন করতে হবে এবং স্থাপনা নির্মাণে গুণগত মানের কোনো ধরনের ব্যত্যয় গ্রহণযোগ্য হবে না।তিনি আরও সতর্ক করে বলেন, ডিজাইন ও এস্টিমেট অনুযায়ী গুণগত মান বজায় রেখে নির্মাণ কাজ সম্পন্ন না করলে সংশ্লিষ্ট প্রকল্পের বিল স্থগিত করা হবে এবং প্রয়োজন হলে বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।ইউএনওর এ ধরনের সরেজমিন তদারকি ও কঠোর নির্দেশনায় চরাঞ্চলের উন্নয়ন প্রকল্পগুলোতে স্বচ্ছতা ও মানসম্মত বাস্তবায়ন নিশ্চিত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
কপিরাইট © ২০২৫ ওপেন নিউজ ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত