আল আমিন হাওলাদার ||
সেরা ১০ বিজয়ীর জন্য তারেক রহমানের সঙ্গে একান্ত আলাপচারিতার সুযোগ-বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্রগঠন ও দেশ পরিচালনার পরিকল্পনায় জনগণের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজন করেছে ব্যতিক্রমধর্মী উদ্যোগ— আমার ভাবনায় বাংলাদেশ শীর্ষক জাতীয় রিল–মেকিং প্রতিযোগিতা।এই প্রতিযোগিতার মাধ্যমে বিএনপির দেশ গড়ার প্রস্তাবিত নীতিমালা ও পরিকল্পনা নিয়ে সাধারণ মানুষের চিন্তা, মতামত ও সৃজনশীল ভাবনাকে তুলে ধরার সুযোগ সৃষ্টি করা হয়েছে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সেরা ১০ জন বিজয়ী পাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর সঙ্গে একান্ত আলাপচারিতার বিশেষ সুযোগ—যা রাজনৈতিক অংশগ্রহণের ক্ষেত্রে এক অনন্য দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।জনগণকে অংশীদার করে আগামীর বাংলাদেশ গঠনের উদ্যোগআয়োজক সূত্রে জানা যায়, বিএনপি বিশ্বাস করে—দেশ গঠনের মূল শক্তি জনগণ। সে বিশ্বাস থেকেই “আমার ভাবনায় বাংলাদেশ” প্রতিযোগিতার আয়োজন। এতে দেশের সব শ্রেণি-পেশা ও সব বয়সের মানুষ অংশ নিতে পারবেন। এক মিনিটের একটি রিল ভিডিওর মাধ্যমে অংশগ্রহণকারীরা জানাতে পারবেন—তারা কেমন বাংলাদেশ চান এবং বিএনপির প্রস্তাবিত রাষ্ট্রগঠন পরিকল্পনা নিয়ে তাদের ভাবনা কী।১১টি গুরুত্বপূর্ণ থিমে রিল তৈরির সুযোগ ,প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহীরা নিম্নোক্ত ১১টি থিমের যেকোনো একটি বিষয় নির্বাচন করে রিল তৈরি করতে পারবেন। থিমগুলো হলো—পরিবার কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য, কর্মসংস্থান, শিক্ষা, পরিবেশ, ক্রীড়া, ইমাম ও মুয়াজ্জিনের সম্মান, প্রবাসী, দুর্নীতিমুক্ত বাংলাদেশ।অংশগ্রহণের নিয়মাবলি-রিলের দৈর্ঘ্য সর্বোচ্চ ১ মিনিটের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। অংশগ্রহণকারীরা Facebook, Instagram, YouTube কিংবা TikTok—যেকোনো একটি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজ নিজ প্রোফাইলে রিলটি পোস্ট করতে পারবেন। পোস্টের ক্যাপশনে অবশ্যই #BangladeshFirst হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে।এরপর সংশ্লিষ্ট রিলের লিংক Bangladesh Nationalist Party – BNP ফেসবুক পেইজে নির্ধারিত ইভেন্ট লিংকে (https://tinyurl.com/AmarBhabnayBD) জমা দিতে হবে। নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ না করলে অংশগ্রহণ গ্রহণযোগ্য হবে না। তবে ব্যতিক্রমী সৃজনশীলতার ক্ষেত্রে রিলের সময়সীমা সামান্য অতিক্রম করলেও তা বিবেচনায় নেওয়া হবে বলে জানানো হয়েছে।যেকোনো সৃজনশীল কনটেন্ট গ্রহণযোগ্য-রিলের ক্ষেত্রে একক বক্তব্য, অভিনয়, সংলাপ, গান, স্যাটায়ার কিংবা গল্পভিত্তিক ভিডিওসহ যেকোনো ধরনের সৃজনশীল ভিডিও কনটেন্ট গ্রহণযোগ্য হবে।মূল্যায়ন পদ্ধতি-প্রতিযোগিতার ফলাফল নির্ধারণ করা হবে দুই ধাপে।মোট নম্বরের ৩০ শতাংশ নির্ধারিত হবে জনমতের ভিত্তিতে লাইক, শেয়ার ও কমেন্টের মাধ্যমে। বাকি ৭০ শতাংশ নম্বর প্রদান করবেন জুরি বোর্ড, যেখানে বিষয়বস্তুর উপস্থাপনা, সৃজনশীলতা এবং সামাজিক প্রভাবকে গুরুত্ব দেওয়া হবে।সময়সীমা ও যোগাযোগ ,এই জাতীয় রিল–মেকিং প্রতিযোগিতায় রিল জমা দেওয়ার সময়সীমা নির্ধারণ করা হয়েছে ১৬ ডিসেম্বর থেকে ২৫ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত।প্রতিযোগিতা সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য যোগাযোগ করা যাবে—???? 01314-493060???? 01931-569927এছাড়া বিএনপির নীতিমালা ও দেশ গঠনের পরিকল্পনা সম্পর্কে জানতে ভিজিট করা যাবে: https://tinyurl.com/bnppolicyরাজনৈতিক অঙ্গনে ইতিবাচক সাড়া ,রাজনৈতিক বিশ্লেষকদের মতে, “আমার ভাবনায় বাংলাদেশ” প্রতিযোগিতাটি তরুণ প্রজন্মসহ সাধারণ মানুষের মধ্যে রাজনৈতিক সচেতনতা ও অংশগ্রহণ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে ডিজিটাল প্ল্যাটফর্মকে ব্যবহার করে জনগণের মতামত শোনার ক্ষেত্রে এটি বিএনপির একটি সময়োপযোগী ও আধুনিক উদ্যোগ।