মো:আমিনুল ইসলাম ||
রংপুরের কাউনিয়া উপজেলায় যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদবাগে অবস্থিত বধ্যভূমিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।সকাল সাড়ে ৯টায় কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া সুলতানা বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর একে একে বিভিন্ন সরকারি দপ্তর, মুক্তিযোদ্ধা সংসদ, রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়।এ সময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় রাজনীতিবিদ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমুল হক।শ্রদ্ধাঞ্জলি শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করা হয়, যা জাতির ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।শেষে শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।