জলিলুর রহমান জনি ||
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিক ওসমান হাদি এবং চট্টগ্রাম-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর ওপর নির্বাচনী গণসংযোগকালে সন্ত্রাসীদের গুলিবর্ষণের ঘটনার প্রতিবাদে সিরাজগঞ্জের কাজিপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা বিএনপি।শনিবার (১৩ ডিসেম্বর) দুপুর ১২টায় শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি। কাজিপুর উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।বিক্ষোভ চলাকালে সন্ত্রাস ও হামলার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বিভিন্ন স্লোগান দেন কর্মীরা। তারা হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সিরাজগঞ্জ-১ আসনের মনোনীত এমপি প্রার্থী সেলিম রেজা। তিনি বলেন, “নির্বাচনী মাঠে জনগণের সমর্থনে পরাজয়ের আশঙ্কায় একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে সন্ত্রাসী হামলা চালাচ্ছে। ওসমান হাদি ও এরশাদ উল্লাহর ওপর গুলিবর্ষণ তারই প্রমাণ। তারা গণতন্ত্র ও জনগণের ভোটাধিকারকে ভয় পায়।”তিনি আরও বলেন, “এই বর্বর হামলার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। অন্যথায় সারা দেশের মতো কাজিপুরেও আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।”সমাবেশে নেতারা বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে নিরাপদ নির্বাচনী পরিবেশ এখন সময়ের দাবি।প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির মোঃ শফিকুল ইসলাম লালচান বাগবাটি ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি , মো: আব্দুল মমিন ইউনিয়ন পরিষদ ইউপি সদস্য ২ নং বাগবাটি ইউনিয়ন পরিষদ। মাহফুজুর রহমান ডেবিট খান সাবেক ব্যাংকার। মনজুর রশিদ রানা কাজিপুর উপজেলা যুবদলের আহবায়ক। সুজন মন্ডল বাগবাটি ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক।এ ছাড়া উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, ওলামা দল ও তাঁতদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।