মোঃ মনিরুজ্জামান মুন্না ||
পাবনা জেলার ফরিদপুর উপজেলায় র্যাব–১২ এর একটি বিশেষ অভিযানে একটি ওয়ান শ্যুটারগান ও চার রাউন্ড কার্তুজসহ মোঃ শাহা আলম (২২) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছের্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সূত্রে জানা যায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই সংস্থাটি অবৈধ অস্ত্র, সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, খুন, ছিনতাই, অপহরণসহ বিভিন্ন ধরনের অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। দেশের আইন–শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব নিয়মিত গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করছে।তারই ধারাবাহিকতায় র্যাব–১২ সিরাজগঞ্জের অধিনায়কের নির্দেশনায় সিপিসি–২, পাবনার কোম্পানি কমান্ডার পুলিশ সুপার কে. এম. এ. মামুন খান চিশতীর নেতৃত্বে ১১ ডিসেম্বর ২০২৫ বিকেল ৩টা ৫০ মিনিটে ফরিদপুর উপজেলার মঙ্গলগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করা হয়। স্থানীয় জনৈক মোঃ মাহমুদ আলীর মুদি দোকানের সামনে পাকা রাস্তা এলাকা থেকে শাহা আলমকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ওয়ান শ্যুটারগান এবং চার রাউন্ড কার্তুজ উদ্ধার করে র্যাব।গ্রেফতারকৃত যুবক মোঃ শাহা আলম মঙ্গলগ্রাম এলাকার মোঃ অহেদ আলীর ছেলে বলে জানা গেছে।র্যাব জানায়, আটক ব্যক্তি অবৈধ অস্ত্র বহন করছিলেন এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তাকে ফরিদপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।র্যাব–১২, সিপিসি–২ পাবনা জানায়, মাদক, অবৈধ অস্ত্র ও সন্ত্রাস দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি অপরাধবিরোধী তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।