প্রকাশের তারিখ : ১৩ ডিসেম্বর ২০২৫
গোপালগঞ্জের আদালতপাড়ায় বিকট শব্দে ২ টি ককটেল বিস্ফোরণ
স্টাফ রিপোর্টার : লিটন শিকদার ||
গোপালগঞ্জের আদালত পাড়ায় ২টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে জেলা প্রশাসকের কার্যালয় ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনের সড়কের ত্রিমোহনায় এ ঘটনা ঘটে। এতে শহরজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে।পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ শুক্রবার রাত অনুমান ৯টার সময় গোপালগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনের তিন রাস্তার মোড়ে কারা যেন পরপর দুটি ককটেল নিক্ষেপ করে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। তবে কে বা কারা করেছে, তা নিশ্চিত করে জানানো হয়নি। এসব পটকা নিক্ষেপের ফলে এলাকাজুড়ে বিকট শব্দ তৈরি হয়। সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করে। এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাস্থল থেকে সংগৃহীত আলামত এবং সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে পটকা নিক্ষেপকারীদের শনাক্তের কাজ চলছে।এ বিষয়ে জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আতঙ্কিত হওয়ার কিছু নেই। আইনগত যেসব ব্যবস্থা নেওয়ার প্রয়োজন, আমরা সেদিকে এগোচ্ছি। পুলিশের টহল জোরদার করা হয়েছে। প্রয়োজনে রেডও হবে। সেনা সদস্যদের টহলও বাড়ানো হয়েছে। সবকিছু আমরা নিয়ন্ত্রণে রাখবো। সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
কপিরাইট © ২০২৫ ওপেন নিউজ ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত