লিটন শিকদার ||
বাগেরহাটে এন্টিবায়োটিক রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ ২০২৫ উদযাপনর্যালি ও আলোচনা সভায় চিকিৎসক, স্বেচ্ছাসেবক ও বিভিন্ন সংগঠনের উপস্থিতিআজ সকালে বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে স্বাস্থ্য অধিকার ফোরামের আয়োজনে এন্টিবায়োটিক রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ ২০২৫ উপলক্ষে একটি র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. ওয়াসিম সমাদ্দার। এছাড়া উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি শাহিদা আক্তার, বাগেরহাট সদর হাসপাতালের চর্মরোগ বিশেষজ্ঞ ডা. সাদি, রূপান্তর বাগেরহাট জেলা শাখার সমন্বয়কারী শিল্পী আক্তার।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিকার যুব ফোরামের যুগ্ম সমন্বয়কারী রাকিবুল ইসলাম ও সোনিয়া আক্তার, স্বাস্থ্য অধিকার যুব ফোরামের বাগেরহাট জেলার অন্যান্য সদস্যবৃন্দ, হাসপাতালের সেবক-সেবিকা, চিকিৎসক ও স্টাফগণ।আলোচনা সভায় বক্তারা অনিয়ন্ত্রিত অ্যান্টিবায়োটিক ব্যবহারের ঝুঁকি, রোগ প্রতিরোধে সচেতনতার প্রয়োজনীয়তা এবং জনস্বাস্থ্য নিরাপত্তায় সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। র্যালির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির বার্তা ছড়িয়ে দেওয়া হয়।০১৭১৬-৮০২২৩০