হাসিনুজ্জামান মিন্টু ||
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় চলমান সারের কৃত্রিম সংকট ও বিতরণ ব্যবস্থার অনিয়মের প্রতিবাদে জাতীয়তাবাদী কৃষকদল মানববন্ধন কর্মসূচি পালন করেছে। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ন্যায্যমূল্যে সার সরবরাহ এবং সুষ্ঠু বিতরণ নিশ্চিত করার দাবি জানানো হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জাতীয়তাবাদী কৃষকদলের সভাপতি মো. মোশারফ হোসেন। কর্মসূচিতে সংহতি জানান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নূর (আলিফ), সাংগঠনিক সম্পাদক মো. বকুল মজুমদারসহ বিএনপির সহযোগী সংগঠনগুলোর নেতারা। স্থানীয় বিভিন্ন পর্যায়ের কৃষক ও জনগণও এতে অংশ নেন।বক্তারা অভিযোগ করেন, মৌসুম শুরুর সঙ্গে সঙ্গেই সারের সরবরাহ সংকট প্রকট আকার ধারণ করেছে। অনেক ডিলার পয়েন্টে সার কম আসায় কৃষকদের দীর্ঘসময় অপেক্ষা করতে হচ্ছে। কোথাও আবার সামান্য পরিমাণ সার দেওয়া হচ্ছে, যা জমিতে প্রয়োজনের তুলনায় অত্যন্ত কম। এতে উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি কৃষকদের বাড়তি খরচের বোঝা বহন করতে হচ্ছে।তাদের ভাষ্য—দালালচক্র, মনিটরিংয়ের দুর্বলতা এবং বিতরণ ব্যবস্থার অনিয়মের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ কৃষক। সরকারি ভর্তুকি থাকা সত্ত্বেও কৃষকরা ন্যায্যমূল্যে পর্যাপ্ত সার পাচ্ছেন না। দ্রুত সার সরবরাহ স্বাভাবিক করা, অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া এবং পর্যাপ্ত সার মজুত রাখার দাবি জানান বক্তারা।মানববন্ধনে অংশ নেওয়া কৃষকরা সতর্ক করে বলেন, এ সংকট চলতে থাকলে চাষাবাদ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং আগামী মৌসুমে খাদ্য ঘাটতির আশঙ্কা দেখা দিতে পারে। প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে তারা আরও কঠোর আন্দোলনে নামবেন বলেও হুঁশিয়ারি দেন।মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা কৃষি কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করা হয়।