প্রকাশের তারিখ : ০৭ ডিসেম্বর ২০২৫
কাউনিয়ার নবাগত ইউএনও পাপিয়া সুলতানা এর সঙ্গে আজ গণমাধ্যম কর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হলো।
মো:আমিনুল ইসলাম ||
কাউনিয়ার নবাগত ইউএনও পাপিয়া সুলতানা এর সঙ্গে আজ গণমাধ্যম কর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হলো।কাউনিয়ার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিস পাপিয়া সুলতানা রবিবার বিকালে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলায় কর্মরত প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন।সভায় ইউএনও বলেন, সত্য ও গঠনমূলক সাংবাদিকতা সমাজ পরিবর্তনের গুরুত্বপূর্ণ শক্তি। প্রশাসন ও গণমাধ্যম একসঙ্গে কাজ করলে উন্নয়ন আরও দ্রুত এগিয়ে যাবে।সাংবাদিকরা তথ্যপ্রাপ্তি, মাঠপর্যায়ের সমস্যা ও জনসেবার মানোন্নয়ন বিষয়ে মতামত তুলে ধরেন। ইউএনও তাঁদের মতামতকে স্বাগত জানিয়ে বলেন, গণমাধ্যম প্রশাসনের উন্নয়নের অংশীদার কাউনিয়ার উন্নয়নে সবাই মিলে কাজ করব।সভা শেষে সাংবাদিকরা নতুন ইউএনওকে স্বাগত জানান এবং পেশাগত সহযোগিতা অব্যাহত রাখার আশা প্রকাশ করেন।
কপিরাইট © ২০২৫ ওপেন নিউজ ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত