প্রকাশের তারিখ : ০৪ ডিসেম্বর ২০২৫
কাশিমপুর কারাগার থেকে ২৬ বছর পর মুক্তি পেলেন পাকিস্তানি নাগরিক রইস খাঁন
মোঃ সাহাজুদ্দিন সরকার ||
কাশিমপুর কারাগার থেকে ২৬ বছর পর মুক্তি পেলেন পাকিস্তানি নাগরিক রইস খাঁনগাজীপুর কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে ২৬ বছর পর মুক্তি পেলেন রইস খান নামে এক পাকিস্তানি নাগরিক। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে কারাগার কর্তৃপক্ষ তাকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে। পরে দুপুর দেড়টার দিকে দূতাবাসের প্রতিনিধিদের সাথে একটি লাল রঙের গাড়িতে করে তিনি কারাগার ত্যাগ করেন।কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার মো. আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, রইস খান দীর্ঘদিন ধরে মুক্তিপ্রাপ্ত বন্দি হিসেবে কারাগারে অবস্থান করছিলেন। বৃহস্পতিবার বিশেষ শাখার প্রতিনিধিদের উপস্থিতিতে তাকে পাকিস্তান দূতাবাসের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।কারাগার সূত্র জানায়, পাকিস্তানের করাচি জেলার গুলজার হিজরি থানার বাসিন্দা রইস খান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রমনা থানায় হওয়া মামলায় ১৯৯৯ সালের ২৯ সেপ্টেম্বর গ্রেপ্তার হন। পরবর্তীতে ২০০৫ সালের ৭ জুলাই তার সাজা ঘোষণা করা হয়। চলতি বছরের ২৪ সেপ্টেম্বর সাজার মেয়াদ শেষ হয়। কিন্তু প্রয়োজনীয় কাগজপত্র ও প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় তিনি দীর্ঘদিন ধরে মুক্তিপ্রাপ্ত বন্দি হিসেবে কারাগারে ছিলেন।দীর্ঘ ২৬ বছর পর সব প্রক্রিয়া শেষ হওয়ায় অবশেষে মুক্তি পেলেন রইস খান।
কপিরাইট © ২০২৫ ওপেন নিউজ ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত