প্রকাশের তারিখ : ০৪ ডিসেম্বর ২০২৫
কালিয়ায় অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার
লিটন শিকদার ||
কালিয়ায় অজ্ঞাত মহিলার লাশ উদ্ধারকালিয়া (নড়াইল) প্রতিনিধিনড়াইলের কালিয়া থানার ১৪ নম্বর পাঁচগ্রাম ইউনিয়নের পিরোলীস্থান কবরস্থানের পাশে চিত্রা নদীতে ভেসে থাকা এক অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ।বুধবার সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয়রা নদীতে লাশটি ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে বড়দিয়া নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠান।পুলিশ জানায়, নিহত মহিলার বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর হবে। তার গলায় একটি মাফলার জড়ানো অবস্থায় পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, মাফলারের ফাঁস দিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়েছে।এ ঘটনায় তদন্ত চলছে এবং নিহত মহিলার পরিচয় নিশ্চিত করার চেষ্টা করছে পুলিশ।০১৭১৬ ৮০২২৩০
কপিরাইট © ২০২৫ ওপেন নিউজ ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত