লিটন শিকদার ||
ব্রি আঞ্চলিক কার্যালয়ে নবান্ন উৎসব ১৪৩২ পালিবাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) আঞ্চলিক কার্যালয়ে বুধবার উৎসবমুখর পরিবেশে পালিত হলো নবান্ন উৎসব ১৪৩২। নতুন ধানের সুবাসে মুখরিত ছিল পুরো প্রাঙ্গণ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রি প্রধান চিফ সায়েন্টিফিক অফিসার আমেনা খাতুন, বিএডিসি গোপালগঞ্জের কর্মকর্তা, ব্রি–র বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।দিনব্যাপী নবান্ন উৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নতুন ধানের আনন্দ, কৃষির অগ্রগতি এবং ব্রি উদ্ভাবিত উচ্চ ফলনশীল ধানজাতের সাফল্য তুলে ধরা হয়। বক্তারা বলেন, নবান্ন বাংলার কৃষিসংস্কৃতির সাথে জড়িত একটি ঐতিহ্যবাহী উৎসব, যা কৃষকের পরিশ্রম ও সাফল্যের প্রতীক। আধুনিক গবেষণা ও প্রযুক্তি ব্যবহার করে ধান উৎপাদন বাড়াতে ব্রি নিরলসভাবে কাজ করছে বলেও তারা মত প্রকাশ করেন।অনুষ্ঠানে নবান্নের পিঠা, পায়েসসহ নানান ঐতিহ্যবাহী খাবার পরিবেশন করা হয়। আনন্দ-উৎসব, আলোচনা এবং ভবিষ্যৎ কৃষি পরিকল্পনা শেয়ার করার মধ্য দিয়ে ব্রি আঞ্চলিক কার্যালয়ের নবান্ন উৎসব ১৪৩২ এর সফল আয়োজন সম্পন্ন হয়।