প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৫
শ্মশানঘাটে মৃতদেহ রাখার ঘর নির্মাণের উদ্যোগ নিলেন : ব্যারিস্টার কায়সার কামাল
আল আমিন হাওলাদার ||
নেত্রকোনা দুর্গাপুরে স্থানীয় মানুষের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে গাঁওকান্দিয়া ইউনিয়নের শ্মশান ঘাটে মৃতদেহ রাখার জন্য একটি স্থায়ী ঘর নির্মাণের কাজ শুরু হয়েছে। এ উদ্যোগটি নিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল।সোমবার (১৭ নভেম্বর) বিকেলে এ নির্মাণ কাজের আনুষ্ঠানিক সূচনা করা হয়।কয়েকদিন আগে স্থানীয় কমিউনিটির সঙ্গে মন্দির প্রাঙ্গণে মতবিনিময়কালে স্থানীয় একজন ভদ্রমহিলা বিষয়টি কায়সার কামাল কে জানান। বর্ষাকালে শ্মশান ঘাটে মৃতদেহ রাখার ঘর না থাকায় পরিবারের সদস্যদের কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। বিষয়টি ব্যারিস্টার কায়সার কামালের নজরে আসতেই তিনি তাৎক্ষণিক ভাবে ঘর নির্মাণের ঘোষণা দেন।স্থানীয়দের মতে, এই উদ্যোগ শুধু একটি অবকাঠামো নির্মাণ নয়, এটি জাতি-ধর্ম নির্বিশেষে মানবিক মূল্যবোধকে এগিয়ে নেয়ার একটি দৃষ্টান্ত।সনাতন ধর্মালম্বীরা জানান, ঘরটি নির্মাণ হলে শ্মশান ঘাটে বহুদিনের সমস্যা সমাধান হবে এবং শবদাহের প্রক্রিয়ায় তারা আর কোন সংকটে পড়তে না।মানবিক সহায়তা ও জনগণের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, মানুষের কষ্ট দেখলে চুপ করে থাকা যায় না। জাতি ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য কাজ করাই আমার অঙ্গীকার। সকলের সহযোগিতায় স্বল্প সময়ে ঘর নির্মাণ সম্পন্ন হবে বলে আশা করছেন তিনি।
কপিরাইট © ২০২৫ ওপেন নিউজ ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত