লিটন শিকদার ||
নড়াইলের কালিয়ার নড়াগাতীতে ঐতিহাসিক কাচারি মাঠে নারী ও শিশুর অধিকার শীর্ষক বিএনপির বিশাল নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিতত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নড়াইল-১ আসনে বিএনপির নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে নড়াগাতীর ঐতিহাসিক কাচারি মাঠে অনুষ্ঠিত হয় ১৭-১১-২০২৫ সময়: সকাল ১১ টায়।
“সমাজে নারী ও শিশুর অধিকার প্রতিষ্ঠা: বিএনপির নির্বাচনী অগ্রাধিকার” শীর্ষক একটি বিশাল আলোচনা সভা।
সভায় সভাপতিত্ব করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক বেগম সেলিমা রহমান। অনুষ্ঠানটি পরিচালনা করেন ফোরামের সদস্য সচিব এ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী।
আয়োজনে ছিল নারী ও শিশু অধিকার ফোরাম, এতে নড়াইলের কালিয়া উপজেলার সাবেক ও বর্তমান নারী জনপ্রতিনিধি, স্থানীয় নেতৃবৃন্দ ও বিপুলসংখ্যক সাধারণ ভোটার অংশ নেন।
সভায় বক্তারা বলেন, “নারী ও শিশুর অধিকার সুরক্ষা ও প্রতিষ্ঠাই হবে আমাদের অগ্রাধিকার। শিক্ষা, সুরক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা ও সমঅধিকার নিশ্চিত করতে বিএনপি সুস্পষ্ট কর্মপরিকল্পনা নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছে।”
বক্তারা আরও উল্লেখ করেন, সমাজে নারী ও শিশুর নিরাপত্তাহীনতা দূর করতে স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি, আইনগত সহায়তা, নির্যাতন প্রতিরোধ ও আর্থসামাজিক উন্নয়নকে এগিয়ে নিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে।
বিশেষ অতিথি নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বলেন, “নড়াইল অঞ্চলে নারী ও শিশুদের প্রতি সহিংসতা, বাল্যবিয়ে প্রতিরোধ এবং শিক্ষার সমান সুযোগ সৃষ্টিতে বিএনপি প্রাতিষ্ঠানিক রূপে কাজ করবে।”
অংশগ্রহণকারীরা জানান, এই ধরনের সভা জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি, রাজনৈতিক অঙ্গীকার তুলে ধরা এবং নির্বাচনী বার্তা সরাসরি ভোটারদের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বিএনপি মনোনীত নড়াইল-১ আসনের প্রার্থী জননেতা আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এই ধরনের গণসংযোগমূলক আলোচনা সভা মাঠ পর্যায়ে সমর্থন বৃদ্ধি ও নির্বাচনী প্রচারণায় নতুন গতি আনবে।
নড়াগাতীর ঐতিহাসিক কাচারি মাঠ জনসমুদ্রের মতো ভরে ওঠে এই অনুষ্ঠানে—যা নির্বাচনী প্রচারণাকে স্থানীয়ভাবে আরও প্রাণবন্ত ও গতিশীল করে তোলে। নারী ও শিশু অধিকার বিষয়ে সরাসরি মতবিনিময়, জনগণের উদ্বেগ শোনা এবং উন্নয়ন প্রতিশ্রুতি তুলে ধরার মাধ্যমে এই সভা এলাকাবাসীর সমর্থন অর্জনে বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।