আল আমিন হাওলাদার ||
৭৭ বছর বয়সী বিমলা হাজং—স্বামী-সন্তানহারা এক অসহায় বৃদ্ধা। বয়সের ভারে নুয়ে পড়েছেন। কয়েক বছর আগে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর থেকে তিনি মানবেতর জীবনযাপন করছিলেন। তবে তার জীবনে আশার আলো ফোটাতেই নতুন একটি ঘর নির্মাণ করে দিচ্ছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ও নেত্রকোণা ১ আসনে ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল।নেত্রকোণার কলমাকান্দা উপজেলার উত্তর লেংগুড়া গ্রামের বিমলা হাজং, ভাঙা টিনের বেড়া, ঝুঁকিপূর্ণ চালার ছোট্ট কুঁড়েঘর ছিল তার শেষ আশ্রয়। চরম দুর্বিষহ অবস্থায় দিন কাটছিলো তার। সম্প্রতি বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ হলে তা নজরে আসে ব্যারিস্টার কায়সার কামালের।সোমবার সেই ঘর নির্মাণ কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। আগামী ২০ নভেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বিমলা হাজংয়ের হাতে নতুন ঘরের চাবি তুলে দেয়া হবে। ব্যারিস্টার কায়সার কামাল বলেন, মানুষের প্রতি মানবিক দায়িত্ববোধই আমাদের শক্তি। তারেক রহমানের জন্মদিন উপলক্ষে এই অসহায় মাকে নতুন ঘর উপহার দিতে পারা বড় আনন্দের বিষয়। তিনি বলেন, আর্তমানবতার কল্যাণে মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। স্থানীয়রা জানান, বহু বছর পর বিমলা হাজং একটু স্বস্তির নি:শ্বাস ফেলতে পারছেন। নতুন ঘর পাওয়ার খবরে তার মুখে দেখা গেছে শান্তির হাসি।মানবিক এই উদ্যোগ নেয়ায় ব্যারিস্টার কায়সার কামালকে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। তারা বলেন,এটি মানবতার অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।