প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৫
সাংবাদিক আসাদুজ্জামান মানিককে মিথ্যা মামলায় গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ
মো:আমিনুল ইসলাম ||
পীরগাছা প্রেস ক্লাব উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, সম্প্রতি পীরগাছা থানায় ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত মামলার প্রবণতা বেড়েছে। এতে নিরীহ মানুষ হয়রানির শিকার হচ্ছে, যা সামাজিক নিরাপত্তা প্রশ্নবিদ্ধ হচ্ছে।এরই ধারাবাহিকতার অংশ হিসেবেই গতকাল শুক্রবার (১৪ নভেম্বর) ঢাকা থেকে প্রকাশিত দৈনিক গণকণ্ঠের পীরগাছা প্রতিনিধি ও পীরগাছা প্রেস ক্লাবের কার্যকরী সদস্য সাংবাদিক আসাদুজ্জামান মানিকের নামে একটি মিথ্যা মামলা রেকর্ড করা হয়। ওই মামলার ভিত্তিতে শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করে পীরগাছা থানা পুলিশ।পীরগাছা প্রেস ক্লাব এই ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছে।আমরা পরিষ্কারভাবে বলছি, একজন কর্মরত সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও গ্রেপ্তারের মাধ্যমে তাকে হয়রানি করা গণমাধ্যমের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করে এবং সমাজে ভুল বার্তা দেয়।পীরগাছা প্রেস ক্লাব সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত সত্য উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছে।আমরা আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবিলম্বে ন্যায়বিচার নিশ্চিত করবে এবং সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
কপিরাইট © ২০২৫ ওপেন নিউজ ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত