প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৫
দুর্গাপুরে ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার কায়সার কামালের পক্ষে বিশাল মিছিল ও গণসংযোগ
আল আমিন হাওলাদার ||
নেত্রকোণা এক আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামালের পক্ষে গণসংযোগ ও প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। এসময় দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রণে বিশাল মিছিল অনুষ্ঠিত হয়। শনিবার বিকেলে দুর্গাপুরের ঝানজাইল এলাকায় উপজেলা যুবদলের উদ্যোগে এবং ৬নং কাকৈড়গড়া ইউনিয়ন যুবদলের আয়োজনে এই কর্মসূচি করেন দলের নেতাকর্মীরা। এতে দলের অঙ্গ ও সহযোগী ইউনিটের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।এই কর্মসূচিতে সিলেট জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিলেট জেলা ইউনিটের যুগ্ন আহবায়ক এডভোকেট এম মুজিবুর রহমান মুজিব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা জনসাধারণের মধ্যে তুলে ধরেন ও লিফলেট বিতরণ করেন। এসময় ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার কায়সার কামালের পক্ষে ভোট চান তিনি। এই কর্মসূচিতে উপজেলা বিএনপির সভাপতি জহিরুল আলম ভুঁইয়া সমাপনী বক্তব্য প্রদান করেন।
কপিরাইট © ২০২৫ ওপেন নিউজ ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত