মোঃ সুমন খান ||
পটুয়াখালীর গলাচিপায় কৃষি খাস জমি জবরদখলের বিরুদ্ধে ভূমিদস্যু আশ্রাফ মোল্লাসহ একটি সংগঠিত ভূমি দালাল চক্রের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় অসহায় ভূমিহীন কৃষকদের আয়োজনে চরবাংলা এলাকায় নারী-পুরুষসহ শতাধিক প্রত্যয়িত ভূমিহীন পরিবার এ মানববন্ধনে অংশ নেয়।মানববন্ধনে বক্তব্য রাখেন, আনোয়ার হাওলাদার, আজিজুল সিকদার, বশির হাওলাদার, রাকিব চৌকিদার, জম্পা বেগম, রেপতী রানীসহ আরও অনেকে। বক্তারা অভিযোগ করেন, আশ্রাফ মোল্লাসহ কথিত ভূয়া সমিতির আড়ালে ভূমিদালাল চক্রের হোতা মো. সেরাজ খা, সাহাবুদ্দিন তালুকদার, জালাল তালুকদার, মজিবর হাওলাদার ও ফারুক মীর দীর্ঘদিন ধরে জমি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে দরিদ্র ভূমিহীনদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। কিন্তু কাউকেই জমি না দিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করেছে।বক্তারা আরও বলেন, সম্প্রতি এই খাস জমি দখলের উদ্দেশ্যে গত ১৩ নভেম্বর বিকেলে সেরাজ খার নেতৃত্বে একটি পক্ষ জমিতে প্রবেশের চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ২৪ জন আহত হয়।উল্লেখ্য, সরকার ঘোষিত ১৪৩২–১৪৩৩ অর্থ বছরে ২ শত ৩০ একর কৃষি খাস জমি একসনা খাজনা প্রদানের মাধ্যমে ২ শত ৩০ ভূমিহীন পরিবার বৈধভাবে ভোগদখল করে আসছেন। অভিযোগ রয়েছে, ভূমি অফিসকে ভুল তথ্য দিয়ে তাদের নামের একসনা ইজারা বাতিল করে জমি দখলের পাঁয়তারা চালাচ্ছে ভূমিদালাল চক্রটি।এ নিয়ে হাইকোর্ট ডিভিশনে দাখিল করা সিভিল আপিল নং ৩৮২৮/২০২৫–এর প্রেক্ষিতে গত ৭ মে ২০২৫ আদালত একটি অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ (স্টে অর্ডার) দেন। নির্দেশনায় বলা হয়—রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত খাস জমি নিয়ে কোনো ধরনের পরিবর্তন বা দখল কার্যক্রম বন্ধ থাকবে।ভূমিহীন পরিবারগুলো অবিলম্বে প্রতারণামূলকভাবে অর্থ আত্মসাৎকারীদের গ্রেপ্তার, বিচার এবং ভূমিদস্যুদের দখল প্রচেষ্টা বন্ধের দাবি জানান।পলাশ হাওলাদার, গলাচিপা।