মোঃ মনিরুজ্জামান মুন্না ||
পাবনা, ১০ নভেম্বর:ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পাবনায় জেলা বিএনপির উদ্যোগে এক আবেগঘন র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধারের প্রত্যয় ব্যক্ত করে সোমবার সকাল থেকে অনুষ্ঠিত এ কর্মসূচিতে দলীয় নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।র্যালিতে অংশ নিয়ে ইতিহাসের সেই দিনটির তাৎপর্য তুলে ধরেন বিআইডব্লিউটিসি এমপ্লয়িজ ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সংগ্রামী জেনারেল সেক্রেটারি মোহাম্মদ আলাউদ্দিন হোসেন তার বক্তব্যে বলেন,> “৭ নভেম্বর শুধু একটি তারিখ নয়; এটি স্বাধীনতাপ্রেমী ও গণতন্ত্রকামী মানুষের হৃদয়ের স্পন্দন। যে জাতীয় ঐক্যের জন্ম হয়েছিল সেদিন, আজ সেই চেতনাকে পুনর্জাগ্রত করার সময়।এসময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিসি পাটুরিয়া অঞ্চলের সাধারণ সম্পাদক সাইদুর রহমান হিটলু ও নেতৃবৃন্দ। র্যালিতে অংশগ্রহণকারীরা জানান, ৭ নভেম্বর তাদের কাছে আবেগ, গৌরব ও দেশপ্রেমের প্রতীক। কর্মসূচি শেষে সংক্ষিপ্ত আলোচনায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয় এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নতুন অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।