মোঃ মনিরুজ্জামান মুন্না ||
লালমনিরহাট, ৯ নভেম্বর ২০২৫:লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ‘টিবিএস টেকনোলজি ট্রেইনিং সেন্টার’-এ ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবিতে লালমনিরহাট থানায় লিখিত অভিযোগ দিয়েছেন জেলার প্রতিনিধিত্বকারী সাংবাদিক মো. জিয়াউর রহমান।অভিযোগ সূত্রে জানা যায়, সরকার অনুমোদিত সিসিপি প্রজেক্টের আওতায় পরিচালিত ‘টিবিএস টেকনোলজি ট্রেইনিং সেন্টার’-এ প্রশিক্ষণ প্রার্থীদের নিকট থেকে ঘুষ ও অতিরিক্ত অর্থ আদায়সহ নানা অনিয়ম করে আসছেন প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির সভাপতি খান মোহাম্মদ ইমরান। স্থানীয় উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানসহ বিভিন্ন জনপ্রতিনিধির নাম ব্যবহার করে প্রতারণা ও প্রভাব খাটানোর অভিযোগও উত্থাপন করেছেন অভিযোগকারী।জিয়াউর রহমান অভিযোগ করে বলেন, গত ৮ নভেম্বর ট্রেইনিং সেন্টারের অনিয়ম দেখতে গেলে তাকে বিভিন্ন হুমকি-ধমকি দেওয়া হয় এবং একাধিকবার হত্যার চেষ্টা করা হয়। তিনি আরও জানান, কেন্দ্রীয় ওয়ার্কশপের নামে জাল সিল মেরে প্রশিক্ষণার্থীদের কাছ থেকে ১২ হাজার টাকা করে হাতিয়ে নেওয়া হচ্ছে। এ ঘটনায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন।এই ঘটনার প্রত্যক্ষদর্শী সাক্ষী হিসেবে স্থানীয় কয়েকজন যুবকও অভিযোগকে সমর্থন করেন। বর্তমানে আহত অবস্থায় অভিযোগকারীকে লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে লালমনিরহাট থানা।