জলিলুর রহমান জনি ||
সাংবাদিক কল্যাণ ফোরামের উদ্যোগে অসুস্থ ও অসচ্ছল সাংবাদিক পরিবারের সদস্য এশিয়া টিভি ময়মনসিংহ প্রতিনিধি তাসলিমা রত্নার প্রিয়জন রীমা-এর পাশে দাঁড়িয়েছে সংগঠনটি। গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রীমাকে দেখতে শুক্রবার সকাল ১১টায় সংগঠনের একটি প্রতিনিধি দল হাসপাতালে যান।এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক কল্যাণ ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি এম এ মান্নান, যিনি বলেন, “সাংবাদিক কল্যাণ ফোরাম প্রতিষ্ঠিত হয়েছে অসহায় সাংবাদিক ও মানুষের পাশে থাকার লক্ষ্য নিয়ে। আমরা নতুনভাবে যাত্রা শুরু করেছি, তবে আমাদের লক্ষ্য সাংবাদিক সমাজে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করা। দেশের অসংখ্য সাংবাদিক সংগঠনের মধ্যে এই ফোরাম যেন শ্রেষ্ঠ হিসেবে প্রতিষ্ঠিত হয়—সে লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”তিনি আরও বলেন, “তথ্য মন্ত্রণালয় সবসময় সাংবাদিকদের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে। অসুস্থ ও অসচ্ছল সাংবাদিকদের অনুদান প্রদান একটি চলমান প্রক্রিয়া। আমাদের সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে সাংবাদিকদের কল্যাণে আরও নতুন উদ্যোগ নেওয়া হবে।”এ সময় তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে আহ্বান জানান, “আমরা যেন পেশাদারিত্ব বজায় রেখে, তথ্য যাচাই করে সংবাদ পরিবেশন করি। এতে সমাজে মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য ছড়াবে না। সাংবাদিকতার নৈতিক মান বজায় রাখলেই আমাদের পেশার মর্যাদা বৃদ্ধি পাবে।”অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুরের টঙ্গী সদর কমিটির সভাপতি শাহ জাহান হাসান, যিনি বলেন, “প্রতিষ্ঠাতা সভাপতি এম এ মান্নান সাহেবের নির্দেশে আমরা আজ অসুস্থ রীমার পাশে এসে দাঁড়াতে পেরেছি এবং কিছু আর্থিক সহায়তা প্রদান করেছি। মাত্র কয়েক দিনের মধ্যেই এমন মানবিক কার্যক্রম শুরু করতে পারা আমাদের জন্য অনুপ্রেরণাদায়ক।”তিনি আরও জানান, সাংবাদিক কল্যাণ ফোরামকে সারাদেশে প্রতিটি জেলা ও উপজেলায় বিস্তৃত করে ‘মানবিক সেবায় আমরা’ এই স্লোগান বাস্তবায়নের আহ্বান জানান।এ সময় উপস্থিত ছিলেন—মো. আহসানুজ্জামান সোহেল (সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় কমিটি),মো. শাহ ফয়সাল করিম (সিনিয়র সহ-সভাপতি, কেন্দ্রীয় কমিটি),মোল্লা নাসির উদ্দীন (ধর্ম বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় কমিটি),মো. ফাত্তাউল কবির রকি (সাধারণ সম্পাদক, টঙ্গী সদর গাজীপুর কমিটি),মো. আল আমিন (দপ্তর সম্পাদক, টঙ্গী সদর গাজীপুর কমিটি),নাহিদ সুলতানা হৃদয় (যুগ্ম সাধারণ সম্পাদক, টঙ্গী সদর গাজীপুর কমিটি),রুনা চাকমা, আসমা মল্লিক, নুরুন নাহারসহ আরও অনেকে