প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৫
বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ
মোঃ মনিরুজ্জামান মুন্না ||
বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের কেন্দ্রীয় সভাপতি ড. আব্দুল্লাহ ফারুক ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যক্ষ আসাদুল ইসলামকে ফুল দিয়ে বরণ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ও এবি ট্রাস্টের চেয়ারম্যান এডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। আয়োজিত এক অনুষ্ঠানে তাঁদের ফুলেল অভ্যর্থনা জানান তিনি।অনুষ্ঠানে শিমুল বিশ্বাস বলেন, দেশের সার্বিক কল্যাণ, ঐক্য ও শান্তি প্রতিষ্ঠায় আলেম সমাজের অগ্রণী ভূমিকা রয়েছে। এ সময় তিনি ধর্মীয় সম্প্রীতি, জাতীয় স্বার্থ ও সমাজে মূল্যবোধ প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও এডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাসকে ফুলের তোড়া প্রদান করা হয়। উপস্থিত নেতৃবৃন্দ সংগঠনের ভিন্ন ভিন্ন প্রতিনিধিত্ব করলেও দেশের উন্নয়ন, ন্যায় ও গণমানুষের অধিকারের বিষয়ে একাত্মতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।ফুলেল শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠানে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়। নেতৃবৃন্দ ভবিষ্যতে মূল্যবোধভিত্তিক সমাজ গঠনে সহযোগিতামূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
কপিরাইট © ২০২৫ ওপেন নিউজ ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত