নাঈম, সিনিয়র স্টাফ রিপোর্টার ||
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় সরকারি গজারি বনের গাছ অবৈধভাবে কাটার ভিডিও ধারণ করার সময় একদল সাংবাদিকের উপর হামলা চালানো হয়েছে। এ ঘটনায় চার সাংবাদিক গুরুতর আহত হয়েছেন এবং স্থানীয় এক স্বেচ্ছাসেবক দলের নেতাসহ তিনজনকে আটক করা হয়েছে।বুধবার দুপুরে কাপাসিয়া উপজেলার রায়েদ ইউনিয়নের ভুলেশ্বর গ্রামের বালুচড়া পারেরটেক এলাকায় এ হামলা ঘটে।স্থানীয় সূত্র অনুযায়ী, আবুল কাশেম নামক এক ব্যক্তি দীর্ঘদিন ধরে তার সহযোগীদের নিয়ে বন বিভাগের জমির শতাধিক গজারি গাছ কেটে পাচার করছে। মঙ্গলবার সাংবাদিকরা যখন গাছ কাটার দৃশ্য ভিডিও করছিলেন, তখন কাশেম ও তার সহযোগীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়।হামলায় আহত সাংবাদিকরা হলেন – নয়া দিগন্তের মাল্টিমিডিয়া প্রতিনিধি মো. মোজাহিদ, দৈনিক আমার সংবাদের এস এম জহিরুল ইসলাম, আলোকিত সকালের হুমায়ুন কবির এবং সহযোগী আসাদ। তারা বর্তমানে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।এ ঘটনায় সাংবাদিকদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। আহত সাংবাদিকদের দ্রুত চিকিৎসা ও দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে।পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং ইতিমধ্যেই কয়েকজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে।