প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৫
৩ লাখ টাকার গাঁজাসহ হালিশহরে যুবক গ্রেপ্তার
ফরহাদুল হাসান মোস্তফা ||
চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকা থেকে র্যাব-৭ এক যুবককে গ্রেপ্তার করেছে ২০ কেজি গাঁজাসহ হালিশহর থানার উত্তর হালিশহর এলাকার মৃত কবির আহম্মদের ছেলে গ্রেপ্তার ব্যক্তি মো. সালমান (৩০)র্যাব-৭’র সহকারী পুলিশ সুপার ও মিডিয়া পরিচালক এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গাঁজা ক্রয় ও বিক্রির উদ্দেশ্যে অব্যাহত থাকার তথ্যের ভিত্তিতে শনিবার বিকেল সাড়ে ৪টায় অভিযান চালানো হয়। অভিযানের খবর পেয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে মো. সালমানকে আটক করা হয়। তার বাড়ির রান্নাঘরে রাখা একটি প্লাস্টিকের বস্তা থেকে বিশেষ কৌশলে লুকানো ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৩ লাখ টাকা। উদ্ধারকৃত গাঁজাসহ গ্রেপ্তারকৃত মো. সালমানকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য হালিশহর থানায় হস্তান্তর করা হয়েছে।
কপিরাইট © ২০২৫ ওপেন নিউজ ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত