নাঈম, সিনিয়র স্টাফ রিপোর্টার ||
গাজীপুর সাংবাদিক ইউনিয়নের ডাকে 'নো ওয়েজ বোর্ড নো মিডিয়া' নীতি কার্যকর, সাংবাদিকদের জন্য সর্বনিম্ন বেতন ৩৫ হাজার টাকা নির্ধারণ, প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার জন্য নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন, সাংবাদিক সুরক্ষা নীতিমালা প্রণয়ন, এবং গণমাধ্যম বিরোধী সকল কালা কানুন বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সমাবেশে সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাসহ সকল সাংবাদিক হত্যার বিচার দ্রুত সম্পন্ন করার দাবি তোলা হয়। এছাড়াও, সাংবাদিকদের জন্য পৃথক শ্রম আদালত স্থাপনের দাবি জানানো হয়। মোট ২১ দফা দাবি নিয়ে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।সাংবাদিকদের জীবনমানের উন্নয়ন, কর্মপরিবেশের নিরাপত্তা ও আইনি সুরক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করা হয় সমাবেশে।