প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৫
গাজীপুর-৩ আসনে বাসদের প্রার্থী হচ্ছেন আশিকুল ইসলাম পিয়াল
নাঈম, সিনিয়র স্টাফ রিপোর্টার ||
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৩ (শ্রীপুর ও গাজীপুর সদর) আসন থেকে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর মই মার্কা প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলের সংগঠক ও যুব নেতা আশিকুল ইসলাম পিয়াল। দলের গাজীপুর জেলা শাখা এক ঘোষণায় তার প্রার্থিতা নিশ্চিত করেছে।বাসদের মনোনয়নপত্রে প্রতীক হিসেবে ‘মই’ মার্কা পেয়েছেন আশিকুল ইসলাম পিয়াল। দলের একজন সংগঠক ও সক্রিয় কর্মী হিসেবে দীর্ঘদিন ধরে রাজনৈতিক অঙ্গনে তার সোচ্চার ভূমিকা রয়েছে।তার নির্বাচনী ইশতেহারের মূল বিষয়গুলোর মধ্যে রয়েছে:* নিত্যনৈমিত্তিক পণ্যের মূল্যবৃদ্ধি রোধ করে সেসব পণ্য জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসা।* দেশের লক্ষ লক্ষ বেকার যুবকের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি।* সর্বস্তরের মানুষের জন্য মানসম্মত ও বিনামূল্যে শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা।এছাড়াও, বাসদ ঘোষণা দিয়েছে যে তারা আওয়ামী লীগ বা বিএনপির মতো বড় দলগুলোর সঙ্গে কোনো প্রকার জোট বা ঐক্যজোটে যাবে না।পর্যবেক্ষকদের ধারণা, আশিকুল ইসলাম পিয়ালের প্রার্থিতা গাজীপুর-৩ আসনের নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতাকে আরও বেগবান ও বহুমাত্রিক করবে। তিনি মূলধারার রাজনীতির বাইরের একটি বিকল্প ধারা হিসেবে নিজেকে ও তার দলের সমাজতান্ত্রিক আদর্শকে উপস্থাপন করতে চাইবেন।নির্বাচনী এলাকায় দলের কর্মী ও সমর্থকদের মধ্যে তার প্রার্থিতা ইতিবাচক সাড়া ফেলেছে বলে জানা গেছে। তারা মনে করছেন, একটি শক্তিশালী বাম ধারার প্রতিনিধি হিসেবে তিনি আসনের মানুষের ন্যায্য দাবি ও অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে পারবেন।
কপিরাইট © ২০২৫ ওপেন নিউজ ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত