মামুন হোসেন ||
গাজীপুর মহানগর বাসন থানাধীন ১৩ নম্বর ওয়ার্ডের নাওজোর এলাকায় যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও গাঁজাসহ দুইজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার গভীর রাতে (রাত ২টা ৫০ মিনিট থেকে ভোর ৪টা ৪০ মিনিট পর্যন্ত) গাজীপুর আর্মি ক্যাম্প (১৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি) এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।আটক ব্যক্তিরা হলেন, বাসন থানা বিএনপির সভাপতি তানভির সিরাজের ভাই মোঃ তসলিম সিরাজ (৫৪) এবং তার ছেলে মোঃ মুশফিক (২৭)। তারা গাজীপুর মহানগরের নাওজোর এলাকার বাসিন্দা।অভিযান শেষে তাদের আটক করে বাসন থানায় হস্তান্তর করা হয়েছে। ঘটনাটির বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।অভিযানে তাদের নিকট থেকে উদ্ধার করা হয়েছে বড় ছোরা ০৮টি, ছোট ছোরা ১৯টি, বড় চাপাতি ০৫টি, ছোট চাপাতি ০৫টি, লোহার হাসুয়া ০২টি, রামদা ০৫টি, সোজা রামদা ০১টি, নকল ডায়মন্ড ২৭টি, গাঁজা প্রায় ৫০ গ্রাম।যৌথ বাহিনীর কর্মকর্তারা জানান, নাওজোর এলাকায় অস্ত্র ও মাদক সংক্রান্ত গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। স্থানীয় এলাকাবাসীর নিরাপত্তা ও শান্তি বজায় রাখতে এমন অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।