হাসিনুজ্জামান মিন্টু , জেলা প্রতিনিধি ||
পীরগঞ্জে ব্যবসায়ী ইসাহাক হত্যার বিচার দাবিতে মানববন্ধনঠাকুরগাঁও প্রতিনিধিহাসিনুজ্জামান মিন্টুঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার জাবরহাট বাজারে ব্যবসায়ী ইসাহাক আলী হত্যার বিচার ও খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে এলাকাবাসীর আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।সমাবেশে জাবরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া, সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির ও আব্দুস সফির, উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক আখতারুজ্জামান, ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদুর রহমান ডলারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য দেন।বক্তারা বলেন, ২০২১ সালের ২০ জুলাই রাতে দুর্বৃত্তরা ইসাহাক আলীকে জবাই করে হত্যা করে। ঘটনার পর মামলা হলে পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করলেও পরে তারা জামিনে মুক্তি পায়। মামলার প্রধান আসামি মাসুদ রানা হত্যার পর ভারতে পালিয়ে যায়। চার বছর পর সম্প্রতি বিএসএফ তাকে আটক করে বাংলাদেশে পুশ ইন করে, পরে পুলিশ গ্রেপ্তার করে আদালতে পাঠায়।বক্তারা অভিযোগ করেন, দীর্ঘ চার বছরেও মামলার বিচার শেষ হয়নি, বরং আসামিরা জামিনে বেরিয়ে এসে নিহতের পরিবারকে হুমকি দিচ্ছে। তারা দ্রুত বিচার সম্পন্ন ও খুনিদের ফাঁসির দাবি জানান।