প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৫
ঠাকুরগাঁওয়ে মহাসড়কে দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে আহত ৩
হাসিনুজ্জামান মিন্টু , জেলা প্রতিনিধি ||
ঠাকুরগাঁও প্রতিনিধিহাসিনুজ্জামান মিন্টু,, ঠাকুরগাঁওয়ে জেলার রাণীশংকৈল বালিয়াডাঙ্গী উপজেলার মহাসড়কে শুক্রবার ২৪ অক্টোবর সকাল সাড়ে ১০টার সময় বালিয়াডাঙ্গী-রাণীশংকৈল মহাসড়কের শিমুলতলী বাজারে দুটি মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষে তিনজন গুরুতর আহত হয়েছেন। তাৎক্ষণিক স্থানীয়রা তাদের উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। অপর এক মোটরসাইকেল চালক রায়হান আলীকে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার্ড করেছেন চিকিৎসক। আহত রায়হানের বাড়ি বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের ভানোর ঝাড়বস্তী গ্রামে। ওপর দুই আহত ব্যক্তির নাম-ঠিকানা জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা বলছেন রংপুরের রেফার্ড করা দুজনের অবস্থা আশঙ্কাজন।
কপিরাইট © ২০২৫ ওপেন নিউজ ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত