লিটন শিকদার ||
নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী'র চাপাইল মূলশ্রী চরমধুপুর শামছুল উলূম মাদরাসা ও এতিমখানার উদ্যোগে ২২ অক্টোবর (বুধবার) ৫৪তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিল ঘিরে মাদরাসা প্রাঙ্গণে সকল প্রস্তুতির সম্পন্ন হয়েছে, তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে বয়ান করেন আল্লামা আনোয়ারুল করিম (যশোরী) মুহতামিম, জামিয়া এজাজিয়া রেলস্টেশন মাদরাসা, যশোর। প্রধান বক্তা হিসেবে বয়ান করেন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা নাসির উদ্দিন যুক্তিবাদী, মুহতামিম, সুলতানশাহী মাদরাসা, গোপালগঞ্জ।এছাড়া বিশেষ বয়ান করেন মাওলানা হুসাইন রুহুল আমিন সিদ্দিকী, সদস্য, মাজলিসুল মুফাসসিরিন, নড়াইল জেলা। মাহফিলের সভাপতিত্ব করেন মাওলানা আনিসুজ্জামান সিকদার, পরিচালক, ইসলামিক ফাউন্ডেশন, খুলনা বিভাগ। মাহফিলকে কেন্দ্র করে স্থানীয় মুসল্লি ও ধর্মপ্রাণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, দ্বীনি জ্ঞান চর্চা, ইসলামী মূল্যবোধ জাগ্রত ও সমাজে নৈতিকতার প্রসারের লক্ষ্যে আয়োজিত এই মাহফিলে সকল শ্রেণির মুসলমানকে উপস্থিতিতে মুখরিত মাদ্রাসা প্রাঙ্গণ।