মো: ইব্রাহিম সেখ , জেলা প্রতিনিধি ||
সিরাজগঞ্জে এনডিপি কৈশোর কর্মসূচির আওতায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে । সোমবার সদর উপজেলার ধীতপুর আলাল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ন্যাশনাল ডেভেলপমেন্ট পোগ্রাম এর সমৃদ্ধি কৈশোর কর্মসূচির আওতায় এবং পল্লী কর্ম ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে ধীতপুর আলাল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বহুলী ইউনিয়নের কিশোর কিশোরী ক্লাবের সদস্যরা বিভিন্ন খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।ইনডোর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। বাস্তবায়নেঃ ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম ( এনডিপি ) কৈশোর কর্মসূচি ; সহযোগীতায়ঃ পল্লী কর্ম - সহায়ক ফাউন্ডেশন( পিকেএসএ) । ভেন্যু বহুলীদ ইউনিয়নের হাট বয়ড়া উচ্চ বিদ্যালয়, উক্ত অনুষ্ঠানে কিশোর দল ফুটবল ও কিশোরী দল হ্যান্ডবল, কিশোর,কিশোরীদের ১০০ মিটার দৌড় প্রতিযোগিতা,পাঞ্জা লড়াই,চিত্রাংন,সংগীত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক বৃন্দ আরো উপস্থিত খোকশাবাড়ী ইউনিয়নের সেচ্ছাসেবক ও কিশোর কিশোরী সদস্য। সার্বিক পরিচালনায় এনডিপি কৈশোর কর্মসূচি প্রোগ্রাম অফিসার মোছাঃ আরিফা সুলতানা। উক্ত অনুষ্ঠানে কিশোর কিশোরীদের মাঝে উপকরণ ও পুরস্কার বিতরণ শেষে তাহারা মেধা বিকাশের পাশাপাশি, নিয়মিত শরীর চর্চা, বিভিন্ন ধরণের অপরাধ মূলক কর্মকাণ্ড থেকে কিশোর কিশোরীদের বিরত থাকা এবং আগামী দিনের সুনাগরিক হওয়ার পথ প্রদর্শনে কৈশোর কর্মসূচির কিশোর কিশোরী দল গুলো যেন সুনাগরিক হয়ে গড়ে উঠে এই প্রত্যয়ে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করেন।অনুষ্ঠানের উদ্বোধন করেন, ৩নং বহুলী ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মহোদয় । এ সময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ পত্র বিতরণ করা হয়।