প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৫
গাজীপুরের শ্রীপুর থানায় সাংবাদিকের মোবাইল ফোন ছুঁড়ে ফেলার অভিযোগে এসআই আলমগীর ক্লোজড
মামুন হোসেন, চীফ রিপোর্টার ||
গাজীপুরের শ্রীপুর থানায় পেশাগত দায়িত্ব পালনকালে এক সংবাদকর্মীর মোবাইল ফোন ছুঁড়ে ফেলার অভিযোগ উঠেছে থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীরের বিরুদ্ধে। শনিবার (১৮ অক্টোবর) দুপুরে শ্রীপুর থানা চত্বরে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীদের বর্ণনায়, সংবাদ সংগ্রহের জন্য থানায় গেলে এসআই আলমগীর যমুনা টেলিভিশনের গাজীপুর জেলা প্রতিনিধি হুসাইন আলী বাবুর সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়ে পড়েন এবং তার কাজে বাধা দেন। একপর্যায়ে তিনি সাংবাদিকের মোবাইল ফোনটি ছুঁড়ে মাটিতে ফেলে দেন।ঘটনার পরপরই বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে এলে, ঘটনার মাত্র এক ঘন্টার মধ্যেই এসআই আলমগীরকে গাজীপুর পুলিশ লাইনে ক্লোজড (বন্ধ) করে দেওয়া হয়।এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিশ্চিত করে বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সংশ্লিষ্ট কর্মকর্তাকে ক্লোজড করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।
কপিরাইট © ২০২৫ ওপেন নিউজ ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত