মাসুদ রানা , প্রতিনিধি ||
সংসদীয় আসন-৫৮,নাটোর-১(লালপুর-বাগাতিপাড়া) আসন নিয়ে 'ডিবিসি ইলেকশন এক্সপ্রেস"অনুষ্ঠানে আগামীর লালপুর-বাগাতিপাড়া নিয়ে কথা বলেন, নাটোর-১(লালপুর-বাগাতিপাড়া) আসনে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকের কান্ডারী,জিয়া পরিবারের বিশ্বস্ত সৈনিক,গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে রাজপথের যোদ্ধা,দূর্নীতিবাজদের আতংক,লালপুর উপজেলা বি এন পি'র সাবেক আহবায়ক,ঢাকা মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক,ঢাকা মেডিকেল কলেজ ছাত্র সংসদের সাবেক (ভি,পি),নাটোর জেলা বি এন পি'র সদস্য,তারুণ্যের অহংকার,ডা: ইয়াসির আরশাদ রাজন