প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৫
ভরাট হওয়া খাল খননের দাবী প্রান্তিক চাষীদের
লিটন শিকদার ||
কালিয়ায় ভরাট হওয়া খাল খননের দাবী প্রান্তিক চাষীদের নড়াইলের কালিয়া উপজেলা পিরোলী ইউনিয়নের জামরিল ডাঙ্গার খাল নামে পরিচিত খালটি পুনঃখননের দাবী করেছেন ওই ইউনিয়নের প্রান্তিক চাষিরা। খালটি ভরাট হয়ে যাওয়ায় পানি প্রবাহ বাঁধা গ্রস্থ হওয়ায় জোয়ারের পানির ভরসায়ই কৃষকেরা উফসী ধান চাষ করে আশানুরূপ ফলন পাচ্ছে না। পানি প্রবাহ সচল রাখতে খালটি পুনঃখনন একান্ত জরুরী। এতে হাজারো কৃষকের মুখে হাসি ফুটবে এবং অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হবে দেশ।১২ অক্টোবর সরেজমিনে ওই ইউনিয়নে গেলে প্রান্তিক চাষিরা জানান, এই খালের উৎপত্তিস্থল চিত্রা নদী এবং শেষ হয়েছে কদম তলা বিলে। ৪ কিলোমিটার দীর্ঘ এই খালটি ভরাট হওয়ায় পানি নিষ্কাশন ব্যাহত হচ্ছে। কদমতলা বিলের সমস্যার কথা তুলে ধরেন মোহাম্মদ আলীম মোল্লা খাল ভরাট হওয়ায় কদমতলা বিলের পানি সময় মত নিষ্কাশন করা যায় না এজন্য চাষাবাদ ব্যাহত হচ্ছে। এ বিষয়ে সত্যতা স্বীকার করলেন ইউনিয়নের দায়িত্বে থাকা উপ সহকারী কৃষি কর্মকর্তা সুজয় সরকার। তিনি জানানএই খালের আওতায় ৫০৫ হেক্টর জমিতে চাষাবাদ হয়। তাই আশানুরূপ ফলন পেতে পানি প্রবাহ স্বাভাবিক থাকা জরুরি। এমতাবস্থায়, জরুরী ভিত্তিতে খালটি পুনঃ খননের ব্যবস্থা গ্রহনের জন্য বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে ক্ষতিগ্রস্থ প্রান্তিক চাষীরা।
কপিরাইট © ২০২৫ ওপেন নিউজ ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত