হাসিনুজ্জামান মিন্টু ||
ঠাকুরগাঁওর রানীশংকৈল উপজেলার ১নং ধর্মগড় ইউনিয়নের ধর্মগড় বিজিবির একটি টহল দল দুপুর ১:৪০ ঘটিকায় সীমান্ত পিলার-৩৭৪/১-এর বিপরীতে ভারতীয় অভ্যন্তরে থাকা চারজনকে আ ট ক করেছে।মোঃ ইলিয়াস আলী (৭২), পিতা-মোঃ মৃত ইসমাইলমোঃ আঃ রাজ্জাক (৫৫), পিতা-মৃত ছইব আলীমোঃ কামাল হোসেন (৩৫), পিতা-ওয়াজুল হক মোঃ বাদশা মিয়া (৩২), পিতা-মোঃ দেলোয়ার হোসেনপ্রাথমিক তথ্য অনুযায়ী, তারা গরুর ঘাস কাটার জন্য ভারতীয় অভ্যন্তরে প্রবেশ করেছিলেন। ঘাস কাটার পর তারা ডাঙ্গীপাড়া নামক স্থল দিয়ে বাংলাদেশে ফেরার সময় বিজিবি তাদের আটক করে। আটকদের প্রত্যেকেই হরিপুর থানার গ্রামের মারাধার এলাকার বাসিন্দা।