মোঃ ইব্রাহিম সেখ ||
সিরাজগঞ্জ সদর, ২৪ সেপ্টেম্বর ২০২৫ঃসিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নে এনডিপি কৈশোর কর্মসূচির আয়োজনে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। ভেন্যু ছিল খোকশাবাড়ী ইউনিয়নের হাট বয়ড়া উচ্চ বিদ্যালয় মাঠ।ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) কৈশোর কর্মসূচির বাস্তবায়নে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় আয়োজিত এই প্রতিযোগিতায় কিশোর দলের ফুটবল, কিশোরী দলের হ্যান্ডবল, কিশোর-কিশোরীদের ১০০ মিটার দৌড় প্রতিযোগিতা, পাঞ্জা লড়াই, চিত্রাঙ্কন ও সংগীত পরিবেশনা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাট বয়ড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ। এছাড়াও খোকশাবাড়ী ইউনিয়নের স্বেচ্ছাসেবক ও কিশোর-কিশোরী সদস্যরা অংশ নেন। সার্বিক পরিচালনায় ছিলেন এনডিপি কৈশোর কর্মসূচির প্রোগ্রাম অফিসার মোছাঃ আরিফা সুলতানা।
শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার ও উপকরণ বিতরণ করা হয়। আয়োজকরা জানান, এই আয়োজন কিশোর-কিশোরীদের মেধা বিকাশ, নিয়মিত শরীরচর্চায় উৎসাহিত করা এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত থেকে আগামী দিনের সুনাগরিক হয়ে গড়ে উঠতে সহায়তা করবে।