নিজস্ব প্রতিবেদন ||
দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি:দৌলতপুর, মানিকগঞ্জ: আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে মানিকগঞ্জের দৌলতপুর থানা মিলনায়তনে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৭ সেপ্টেম্বর, ২০২৫) বিকেলে এই সভায় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.আর.এম আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদিয়া সাবরিনা চৌধুরী।সভায় প্রতিটি পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন, স্বেচ্ছাসেবক দল গঠন, অগ্নিনির্বাপণ ও ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থাসহ সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার সাদিয়া সাবরিনা চৌধুরী পূজার নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতির আশ্বাস দেন। তিনি পূজা উদযাপন কমিটির সদস্যদের সরকারি বিধি-বিধান মেনে চলার আহ্বান জানান।পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলে ওসি এ.আর.এম আল মামুন সেগুলো সমাধানের আশ্বাস দেন। উভয় পক্ষই শান্তিপূর্ণ পরিবেশে এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে উৎসব সম্পন্ন করার অঙ্গীকার ব্যক্ত করে। সভায় পূজা কমিটির নেতৃবৃন্দ, ইউনিয়ন চেয়ারম্যান এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।