লালপুরে দিনদুপুরে ভূমি অফিসে দুর্ধর্ষ চুরি
নাটোরের লালপুর উপজেলা ভূমি অফিসে দিনদুপুরে ঘটেছে দুর্ধর্ষ চুরি। গত শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুরে অফিস চলাকালীন সময়ে দুটি ডেস্কটপ কম্পিউটার খুলে ভেতরের গুরুত্বপূর্ণ ডিভাইস ও যন্ত্রাংশ নিয়ে গেছে চোরচক্র।
অফিসের একাধিক কর্মচারী জানান, ঘটনাটি ঘটে দুপুর সাড়ে ১২টার দিকে। চোরচক্র জানালার কাঁচ ভেঙে দ্রুততার সাথে ডেস্কটপ খুলে প্রয়োজনীয় যন্ত্রাংশগুলো নিয়ে যায়।
ঘটনার বিষয়ে জানতে লালপুর উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) আবীর হোসেন ও লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলামকে একাধিকবার ফোন করা হলেও তারা কেউই ফোন রিসিভ করেননি।

মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫
প্রকাশের তারিখ : ০৭ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন