কালিয়া বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান মোল্লাকে গার্ড অব অনার প্রদান
মো: লিটন শিকদার
প্রতিনিধি, নড়াইল
নড়াইলের নড়াগাতী থানার পহরডাঙ্গা ইউনিয়নের সরসপুর গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান মোল্লা (৭০) গত ৫ ডিসেম্বর ২০২৫ রাতে ইন্তেকাল করেছেন।
৬ ডিসেম্বর(শনিবার)সকাল ১০টায় মরহুমের জানাজা শেষে রাষ্ট্রীয় সম্মাননা হিসেবে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিন্নাতুল ইসলাম এ সময় উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এই মর্যাদা প্রদান করেন।
জানা যায়, জীবদ্দশায় তিনি মহান মুক্তিযুদ্ধে সাহসিকতার সঙ্গে অংশগ্রহণ করেন এবং মুক্তিযোদ্ধাদের একজন গর্বিত সন্তান হিসেবে এলাকার সকলের ভালোবাসা অর্জন করেন। তাঁর মৃত্যুতে স্থানীয় মুক্তিযোদ্ধা কমিউনিটি, জনপ্রতিনিধি ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
০১৭১৬-৮০২২৩০
০৭.১২.২৫

মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫
প্রকাশের তারিখ : ০৭ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন